১৫ অগ্রহায়ণ, ১৪৩০ - ৩০ নভেম্বর, ২০২৩ - 30 November, 2023
amader protidin

গোবিন্দগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
8 months ago
139


গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ মার্চ) বিকেল উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত  আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু।

উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন আরিফ হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ, থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রধান জাকারিয়া ইসলাম জুয়েল, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বশির আহমেদ, উপজেলা প্রকৌশলী  আতিকুর রহমান তালুকদার, চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আবু রুশদ মো: শরিফুল ইসলাম জর্জ, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোপাল মোহন্ত প্রমুখ। পরে কাটাখালী স্মৃতিসৌধে শহীদের শ্রদ্ধার্ঘ নিবেদন ও দোয় করা হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়