১১ বৈশাখ, ১৪৩১ - ২৪ এপ্রিল, ২০২৪ - 24 April, 2024
amader protidin

কুড়িগ্রামে চলন্ত মোটরসাইকেলে বিষাক্ত সাপ : প্রাণে বাঁচলো চালক এনজিও কর্মীসহ দু'জন

আমাদের প্রতিদিন
1 year ago
320


আহসান হাবীব নীলু, কুড়িগ্রাম:   

কুড়িগ্রামে শহরে আরডিআরএস নামে একটি  এনজিওর দু'জন কর্মী অফিসের মোটরসাইকেলে চলন্ত অবস্থায় একটি বিষাক্ত সাপের কবলে পড়েন।  তাৎক্ষনিক মোটরসাইকেলটি দাঁড় করিয়ে প্রাণে বেঁচে যান তারা। সাহস করে মোটরসাইকেল চালক লুৎফর রহমান ছবিও তুলেন ফণাধরা সাপের। আর মোটর সাইকেলের পিছনের সিটে বসা ছিলেন আরডিআরএস দাশের হাট শাখার ম্যানেজার রুমানা আক্তার।  রোববার (২৬ মার্চ) দুপুরে কুড়িগ্রাম শহরে এ ঘটনা ঘটে।

কথা বলে জানা যায়, কুড়িগ্রাম আরডিআরএস  এর দাশেরহাট শাখার কর্মী লুৎফর রহমান এবং শাখা ম্যানেজার মারুফা আক্তার বিশেষ কাজে কাঁঠাল বাড়ী ইউনিয়নের দাশের হাট অফিস থেকে অফিসের মোটরসাইকেল যোগাযোগে শহরে আসছিলেন। শহরের পৌরবাজার পার হয়ে কলেজ মোড় যাওয়ার সময় দেখেন মোটরসাইকেলের সামনের মিটারের উপর একটি বিষাক্ত সাপ ফণাতুলে আছে। আতঙ্কিত হলেও মারুফা আক্তার তার সহকর্মী মোটরসাইকেল চালক লুৎফর রহমান কে সাবধানে থামতে বলেন। গাড়ি দাড় করিয়ে সাপের একটা ছবি তুলেন। এরই মধ্যে অনেক যানবাহন ভিড় করে সৃষ্টি হয় যানজটের। আর উৎসুক জনতার আগমনে সাপটি গাড়ির ভিতরে ঢুকে যায়। তাৎক্ষণিক কলেজ মোড় এলাকার আইনুল মেকারর  দোকানে গাড়িটি নিলে ভিড় বাড়তেই থাকে। সেই সাথে যানজট। প্রায় এক ঘন্টার চেষ্টায় মোটরসাইকেল মেকানিক দিয়ে খুলে বের করা হয় সাপটি। উৎসুক জনতা তাৎক্ষণিক মেরে ফেলে সেটিকে।

আরডিআরএস কর্মী লুৎফর রহমান জানান, শাখা ম্যানেজার মারুফা আক্তার জরুরী কাজে অফিসের মোটর সাইকেল নিয়ে আমাকে বের হতে বলেন। পিছনের আরহী ছিলেন তিনি (মারুফা)। আমরা বিশেষ কাজে মোটরসাইকেল যোগাযোগে শহরে আসতেছিলাম। হঠাৎ শহরের পৌরবাজার এলাকায় দেখি গাড়ির মিটারের উপর একটি বিষাক্ত সাপ ফণা তুলে আমাকে দেখছে।  ম্যাডাম আতঙ্কিত হয়ে দাড়াতে বলেন। আমি কৌশলে গাড়িটি দাঁড় করিয়ে মোবাইল ফোন দিয়ে ছবি তুলি। পরে সাপটি গাড়ির ভিতর ঢুকে যায়। ধারনা করছি আমাদের অফিসের চারিদিকে জঙ্গল সেই জঙ্গল থেকে সাপটি গাড়িতে উঠতে পারে। যাইহোক আল্লাহ পাক আমাকে বাঁচিয়েছে। এ জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া।

আরডিআরএস দাশের হাট শাখার ম্যানেজার মারুফা আক্তার বলেন, জীবনের ঝুকি নিয়ে আমাদের সব সময় কাজ করতে হয়। এতবড় ঝুঁকিতে পড়তে হবে স্বপ্নেও ভাবিনি। আল্লাহর অশেষ রহমতে বেঁচে গেছি। আমাদের অফিসটির চারদিকে প্রচর জঙ্গল সাপের আঁকড়া। উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। যেন ভবিষ্যতে এরকম ঘটনা আর না ঘটে।

সর্বশেষ

জনপ্রিয়