২৩ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৭ জুন, ২০২৩ - 07 June, 2023
amader protidin

স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে প্রেসক্লাবের পুষ্পমাল্য অর্পণ

আমাদের প্রতিদিন
2 months ago
79


মোসাদ্দেকুর রহমান সাজু,ডোমার নীলফামারী প্রতিনিধিঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকল শহীদদের স্মরণে হৃদয়ে স্বাধীনতার শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেছেন ডোমার প্রেসক্লাবের সদস্যরা।

২৬শে মার্চ রবিবার সূর্যোদয়ের সাথে সাথে হৃদয়ে স্বাধীনতা শহীদ বেদীতে জাতীয় পতাকা উত্তোলনসহ ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিনের কর্মসূচীর সূচনা হয়।

ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন এর নেতৃত্বে হৃদয়ে স্বাধীনতার শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখি, অর্থ সম্পাদক রবিউল হক রতন, প্রচার ও দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম আপেল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান মানিক, কার্যকরী সদস্য আসাদুজ্জামান হিল্লোল প্রমুখ।

এ সময় হৃদয়ে স্বাধীনতা প্রাঙ্গণে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, উপজেলা স্বাস্থ্য বিভাগ,বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে হৃদয়ে স্বাধীনতার শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।

সর্বশেষ

জনপ্রিয়