২৩ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৭ জুন, ২০২৩ - 07 June, 2023
amader protidin

ডিমলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন

আমাদের প্রতিদিন
2 months ago
68


হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ শে মার্চ (শনিবার) দিনব্যাপী ব্যাপক আনন্দ উদ্দীপনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি পালিত হয়। দিনের কর্মসুচীতে সকাল ৬ টায় ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে ডিমলা বিজয় চত্তরের ‘স্মৃতি অম্লানে’ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র  শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং  উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করে পুলিশ, আনসার বাহিনী, স্কাউটস, স্কুল,কলেজ এবং মাদরাসার ছাত্র-ছাত্রী, শিশু-কিশোরদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। অনুষ্ঠান  শেষে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এছাড়াও উপজেলার দশটি ইউনিয়নের বিভিন্ন সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটি পালিত হয়েছে ।স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে বাদ যোহর জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়