২৩ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৭ জুন, ২০২৩ - 07 June, 2023
amader protidin

রংপুরে পুলিশের অভিযানে ৩৮ জন আটক

আমাদের প্রতিদিন
2 months ago
55


নিজস্ব প্রতিবেদক:

রংপুর জেলা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ৩৮ জনকে আটক করা হয়েছে। আজ রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম জানান, গত ২৪ ঘন্টায় রংপুর জেলার ৮টি থানা এলাকায় মাদকবিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করে ২৪ জনকে আটক করা হয়। এর মধ্যে কোতয়ালী থানা ২ জন, গঙ্গাচড়া থানা ১ জন, বদরগঞ্জ থানা ৩ জন, মিঠাপুকুর থানা ৯ জন, পীরগঞ্জ থানা ৭ জন, পীরগাছা থানা ১ জন ও কাউনিয়া থানা ১ জন। নিয়মিত, মাদকদ্রব্য ও অন্যান্য মামলায় আটক করা হয় ১৪ জনকে। গঙ্গাচড়া থানা পুলিশ শহিদুল ইসলাম (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী মাদক পরিবহনের সময় ১’শ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।  

সর্বশেষ

জনপ্রিয়