নগরীতে গাড়ি থেকে চাঁদা উত্তোলন, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:
রংপুর নগরীর মর্ডাণ মোড় এলাকায় সড়কে গাড়ি থামিয়ে চাঁদা উত্তোলন করার অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ রোববার তাকে নগরীর তাজহাট থানাধীন রংপুর ক্যাডেট কলেজের পিছনের সড়ক থেকে তাকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে চাঁদা তোলার সময় রশিদ বই উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে তাজহাট মেট্রোপলিটন থানায় এ দুইটি দ্রুত বিচার আইনের মামলার ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।