২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৩ জুন, ২০২৩ - 03 June, 2023
amader protidin

যথাযথ মর্যাদায় ডোমারে ৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আমাদের প্রতিদিন
2 months ago
137


ডোমার নীলফামারী প্রতিনিধিঃ

যথাযথ মর্যাদায় নীলফামারীর ডোমারে ৫২ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপিত হয়েছে। দিবসটিকে ঘিরে উপজেলা প্রশাসন দিনব্যাপী ব্যপক কর্মসূচি হাতে নিয়েছে।

রবিবার ২৬ মার্চ প্রাত্যুষে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠের হৃদয়ে স্বাধীনতা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে হৃদয়ে স্বাধীনতা অম্লান চত্তরে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডোমার থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বাংলাদেশ আওয়ামীলীগসহ সকল সহযোগী অঙ্গ সংগঠন,সাংবাদিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী-বেসরকারী শিক্ষা  প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ হৃদয়ে স্বাধীনতায় শ্রদ্ধাঞ্জলী অর্পণ এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এরপর সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিক ভাবে ৫২ তম স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা উত্তোলন করেন নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

এসময় অন্যান্নদের মাঝে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ,নির্বাহী কর্মকর্তা পূবন আখতার, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার নুরননবী, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি,সহকারী পুলিশ সুপার(ডোমার-ডিমলা) সার্কেল আলী মোহাম্মদ আব্দুল্লাহ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মোজাম্মেল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী প্রমুখ।

এছাড়াও অন্যান্নদের মাঝে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঞ্জরুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক আহবায়ক  বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার,পৌর কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন উপস্থিত ছিলেন।

এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বালক বালিকা ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ক্রীড়া প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়