৫ বৈশাখ, ১৪৩১ - ১৮ এপ্রিল, ২০২৪ - 18 April, 2024
amader protidin

অভিবাসী সন্তানদের নিয়েই সমৃদ্ধ হয়েছে ফ্রান্সের ফুটবল

আমাদের প্রতিদিন
1 year ago
481


 

আন্তর্জাতিক ডেস্ক:

১৯৯৮ সালের ১২ জুলাই। এদিন রোনালদো, রিভালদো, কার্লোসের মতো তারকাসমৃদ্ধ ব্রাজিলকে বিধ্বস্ত করে ইতিহাসে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ জেতে ফ্রান্স। প্যারিসে অনুষ্ঠিত ফাইনালে ব্রাজিলকে ৩-০ গোলে হারায় লা ব্লুজরা। ওই ম্যাচে দুই গোল করে ফরাসিদের নায়কে পরিণত হন জিনেদিন জিদান।

কিন্তু সাবেক এ ফুটবলার পুরোপুরি ফরাসি নন। তার শিকড় রয়েছে আলজেরিয়ায়। শুধু জিদানই নন, বিশ্বকাপজয়ী ওই দলে আর্মেনীয়, ঘানাইয়ান, সেনেগালিজ, গুয়াদেলোপীয় বংশোদ্ভূত খেলোয়াড়ও ছিলেন বেশ কয়েকজন।

 

সর্বশেষ

জনপ্রিয়