২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৪ জুন, ২০২৩ - 04 June, 2023
amader protidin

গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান লিপ্টন গ্রেফতার

আমাদের প্রতিদিন
1 month ago
91


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিপ্টনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

রংপুর আদালতে করা এসআইবিএল ব্যাংকের মামলার এক বছরের দন্ডাদেশ প্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ছিলেন তিনি।

গত শুক্রবার (২৮ এপ্রিল) রাত দশটার দিকে তাকে রংপুর মহানগরীর চেকপোস্ট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ওসি (তদন্ত) হোসেন আলী জানান, কামরুজ্জামান লিপ্টন রংপুর অর্থ ঋণ আদালতের সিআর ৫০৭ /১৮ নং মামলায় এক বছরের দন্ডাদেশ প্রাপ্ত আসামী ছাড়াও আদালত কর্তৃক তাকে ২৩ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষ বাদী হয়ে এই মামলাটি করেছিলেন। এছাড়াও তার নামে আরও তিনটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। লিপটন গঙ্গাচড়া উপজেলার  বেতগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক।

সর্বশেষ

জনপ্রিয়