২২ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৫ জুন, ২০২৩ - 05 June, 2023
amader protidin

রাজারহাট রেল লাইনের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার

আমাদের প্রতিদিন
1 month ago
28


আহসান হাবীব নীলু, (কুড়িগ্রাম):   

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকায় কুড়িগ্রাম-রংপুর রেল লাইনের ধার থেকে এক নিষ্পাপ নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে শিশুর মরদেহটি উদ্ধার করে রাজারহাট থানা পুলিশ। তবে কে বা কাহারা মরদেহটি রেল লাইনের পাশে রেখে গেছেন তা জানা যায়নি।  স্থানীয় সুত্রে জানা গেছে, সকালের দিকে রেল লাইনের ধারে এক মৃত: নবজাতকের মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় রবিউল, জামাল ও হানিফ জানান, মনে হচ্ছে কেউ অবৈধভাবে গর্ভপাত করে নিষ্পাপ শিশুটিকে এখানে ফেলে রেখে গেছে। ফুটফুটে সুন্দর মেয়ে শিশুটিকে দেখে খুবই মায়া লেগেছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ  আব্দুল্লাহ হীল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  নবজাতকের বয়স ৬-৭ মাস হতে পারে। হয়তো কেউ গর্ভপাত করে রাতেই এখানে রেখে যান। তিনি আরও জানান মরদেহটি রেল লাইন সংলগ্ন হওয়ায়  আইনগত বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবেন। তাই  লালমনিরহাট রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। লালমনিরহাট রেলওয়ে পুলিশ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

সর্বশেষ

জনপ্রিয়