১২ বৈশাখ, ১৪৩১ - ২৬ এপ্রিল, ২০২৪ - 26 April, 2024
amader protidin

বড় পকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ

আমাদের প্রতিদিন
11 months ago
113


মুসলিমুর রহমান, পার্বতীপুর, দিনাজপুর:  

দিনাজপুরের পার্বতীপুরে বড় পকুরিয়া কয়ালা খনি সন্নিকটস্থ কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে স্টীম পাইপ ফেটে যাওয়ায় শুক্রবার রাত ৬.৪৫ মিনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। এ ইউনিট থেকে ২৪ ঘন্টায় ২৫০ থেকে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হতো। এ তথ্য নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের চীপ ইঞ্জিনিয়ার মোঃ আবু বক্কর সিদ্দিক। ওই তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ৩টি ইউনিটে ২৪ ঘন্টার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্নের কথা ছিলো। কিন্তু বেশ কিছুদিন যাবত একটি ইউনিট বন্ধ হয়ে যায় ফলে দ্বিতীয় ইউনিট থেকে ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়ে আসছে। এসব বিদ্যুৎ ন্যাশনাল গ্রীডে যোগ হতো। বেশী বিদ্যুৎ উৎপন্ন কারী তৃতীয় ইউনিটটি হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবে ন্যাশনাল গ্রীডে বিদ্যুৎ এর যোগানে ঘাটতি দেখা দিয়েছে। যে কারনে মাঝে মধ্যে লোড শেডিং এর দেখা মিলছে আশপাশ এলাকায়। এ অবস্থা চলছে শুক্রবার রাত থেকে। খুব শীঘ্রই তৃতীয় ইউনিটে স্টীম পাইপ সংযোজন করা হলে দু এক দিনের মধ্যেই তৃতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। তখন টুকিটাকি লোড শেডিং কেটে যাবে। উল্লেখ্য বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিশেষ ব্যবস্থায় পার্বতীপুর-ফুলবাড়ী এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়