২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৪ জুন, ২০২৩ - 04 June, 2023
amader protidin

রংপুর জেলা ট্রাফিকের পাগলাপীরে সচেতনতামূলক পথসভা হয়

আমাদের প্রতিদিন
1 month ago
75


আঃ রহিম (পাগলাপীর) রংপুর:  

রংপুর সদর উপজেলার পাগলাপীর বাজারে  রংপুর জেলা ট্রাফিকের সচেতনতামূলক পথসভা করা হয়েছে। বিকাল ৩ টায় পাগলাপীর গোলচত্তর সহ গুরুত্বপূর্ণ রোডে রংপুর জেলা ট্রাফিকের টিআই মোঃ দেলোয়ার হোসেন এর নির্দেশে  পাগলাপীর বাজার ডালিয়া রোড, বেতগাড়ী রোড পানবাজার রোড, রংপুর রোড সহ বিভিন্ন পয়েন্টে পথচারী মটর সাইকেল আরোহী ও সাধারন জনগনদের নিয়ে এ পথসভাটি করা হয়। রংপুর জেলা ট্রাফিকের টিআই মোঃ দেলোয়ার হোসেন  সবার উদ্দেশ্যে বলেন যে রাস্তা পারাপার এর সময় দেখে শুনে পার হবেন। মটর সাইকেল চালানোর সময় হেলমেট পরিধান সহ গাড়ির কাগজ পত্র সাথে রাখবেন , মটর সাইকেল চালানোর সময় ফোনে কথা বলা যাবেনা তাহলে নিজেকে নিরাপদ রাখতে পারবেন। এর সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ট্রাফিকের সার্জেন্ট রহমত উল্লাহ্ ,এটিএসআই রেজাউল করিম পুলিশ কনস্টেবল গোকুল রায়, কনস্টেবল রেয়াজুল ইসলাম প্রমুখ।   

সর্বশেষ

জনপ্রিয়