২৩ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৭ জুন, ২০২৩ - 07 June, 2023
amader protidin

জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 month ago
73


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করণের পথ পরিক্রমায় স্বাস্থ্য অধিদপ্তরের অদম্যযাত্রা প্রতিপাদ্যে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় কেককাটা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  আয়োজনে মঙ্গলবার (২ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কেককাটা শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌস। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপা রানী বিশ্বাস, সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, সমবায় অফিসার আফতাবুজ্জামান চয়নসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারী,মেডিসিন, গাইনী, নাক কান গলা, অর্থো সার্জারী বিশেষজ্ঞ, আরএমওসহ অন্যান্য মেডিকেল অফিসারবৃন্দ। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়