৬ বৈশাখ, ১৪৩১ - ২০ এপ্রিল, ২০২৪ - 20 April, 2024
amader protidin

ঘোড়াঘাটে চুরির অপরাধে কিশোরকে মারধর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আমাদের প্রতিদিন
11 months ago
143


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে চুরির অপরাধে সাগর (১৩) নামে এক কিশোরকে মারধরের অভিযোগে ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২রা মে) সকালে নির্যাতিত কিশোরের মা মনোয়ারা বেগম বাদী হয়ে ঘোড়াঘাট থানায় ১টি এজাহার দাখিল করলে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার আবিরের পাড়া আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা মনোয়ারা বেগম তার ছেলে সাগর কে নিয়ে বসবাস করে আসছেন। এমতাবস্থায় গত সোমবার ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন ও ৮নং ওয়ার্ড সদস্য মফিজাল মিয়া (৫০) তাদেরকে বাড়ী থেকে উচ্ছেদ করার উদ্দেশ্যে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন সহ লোহার রড দ্বারা নির্যাতিত কিশোর সাগরের শরীরের বিভিন্ন স্থানে মারপিট করতে থাকে। মারপিট করাকালে কিশোরের মা মনোয়ারা বেগম তার ছেলেকে রক্ষা করতে গেলে তাকেও মারপিট সহ ছেলা-ফুলা ও জখম করেন। পরে আশ্রয়ন কেন্দ্রের ঘরে তালাবদ্ধ করে দিয়ে বলেন যে, অভিযুক্ত কিশোর বিভিন্ন জায়গায় চুরি করেছে সে অপরাধে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে না গেলে তাদেরকে হত্যা করবে বলে বিভিন্ন ভয়ভীহি হুমকি প্রদর্শন করেন। এ সময় উপস্থিত লোকজনের সহায়তায় তাদেরকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বাদীনি মনোয়ারা বেগম লোক মারফত ঘোড়াঘাট থানায় একটি এহাজার দাখিল করেন।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, নির্যাতিত কিশোরের মা বাদী হয়ে থানায় এহাজার দাখিল করলে অভিযুক্ত ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামী মফিজাল মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়