১২ বৈশাখ, ১৪৩১ - ২৫ এপ্রিল, ২০২৪ - 25 April, 2024
amader protidin

তারাগঞ্জে পুকুরের মাছ চুরির অভিযোগ এনেদুই জেলেকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

আমাদের প্রতিদিন
11 months ago
199


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

তারাগঞ্জে পুকুরের মাছ চুরির অভিযোগে দুই জেলেকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে পুকুরের মালিকের দুই ছেলে রেজোয়ান সরকার ও সেজোয়ান সরকারের বিরুদ্ধে। গত সোমবার উপজেলার সয়ার ইউনিয়নের সামছুল হকের পুকুরপার এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন বুড়িরহাট খান সাহেবপাড়া গ্রামের রফিকুল সরকারের ছেলে।

অভিযোগ সূত্রে জানাগেছে, গত সোমবার (১ মে) বিকাল ৪ টায় উপজেলা সয়ার ইউনিয়নের মাছুয়াপাড়া গ্রামের জেলে দীন চন্দ্র রায় ও একই গ্রামের দেবেন্দ্র রায় স্থাণীয় বুড়িরহাট বাজারে বসে নাস্তা করছিলেন। এসময় পুকুরের মালিক খান সাহেব পাড়া গ্রামের রফিকুল সরকারের দ্ইু ছেলে রেজোয়ান সরকার ও সেজোয়ান সরকার তাদের পুকুরের পাহাড়াদার বুড়িরহাট এলাকার আলাউদ্দিনের মাধ্যমে সামছুল সরকারের পুকুর পাড়ে নিয়ে গিয়ে বিদ্যুতের পিলারের সাথে দুই নিরহ জেলেকে বেঁধে বাঁশের লাটি দিয়ে মধ্যযুগীয় কায়দায় ৬ ঘন্টা ধরে নির্যাতন চালিয়ে তাদের পুকুরের মাছ চুরি করা হয়েছে এমন স্বীকাররোক্তি নেয়ার চেষ্টা করেন। এসময় ওই দুই জেলে পুকুরের মাছ চুরি করেননি বলেন জানালে অভিযুক্ত দুই ভাই দুই নিরহ জেলেকে মেরে পুকুরের পারে পুর্তে রাখার হুমকি প্রদান করেন। ওইদিন রাত ৯টায় ঘটনাটি জানতে পেরে রেজোয়ান সরকার ও সেজোয়ান সরকারের চাচাত ভাই শাহরিয়ার সরকার সুমন জানতে পেরে ঘটনাস্থানে গিয়ে দুই জেলেকে উদ্ধার করে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়। রাতে দুই জেলে আঘাতের যন্ত্রনায় কাতর হয়ে যাওয়ায় পরেরদিন  মঙ্গলবার (২ মে) সকালে দুই জেলের পরিবারের লোকজন স্থানীয় উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়। এ ঘটনায় গতকাল (৩ মে) বুধবার সকালে নির্যাতনের স্বীকার জেলে দীন চন্দ্র রায় অভিযুক্ত পুকুরের মালিক দুই সহদরসহ ৩জন বিরুদ্ধে তারাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত রেজোয়ান ও সেজোয়ান সরকারের মোবাইল ফোনে একাধিক যোগাযোগ করা হলেও তারা মোবাইল রিসিভ না করায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

তারাগঞ্জ থানার এস আই আজমল হোসেন পুকুরের মাছ চুরির অভিযোগে দুই জেলেকে নির্যাতনের অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।  

 

 

সর্বশেষ

জনপ্রিয়