২২ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৫ জুন, ২০২৩ - 05 June, 2023
amader protidin

হাতীবান্ধায় ভুট্টা খেত নষ্ট ও নারীকে মারধর

আমাদের প্রতিদিন
4 weeks ago
68


লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধায় ভুট্টা খেত নষ্ট করে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই উপজেলার পশ্চিম সারডুবী গ্রামের মানিক মিয়া নামে এক ব্যক্তি একই এলাকার দেলোয়ার হোসেন ও মোহাম্মদ আলীসহ ৫ জনের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত ১ মে ভুট্টা খেত নষ্ট করে মানিক মিয়া নামে ওই ব্যক্তির স্ত্রীকে মারধর করা হয় এমন অভিযোগ দেলোয়ার হোসেন ও মোহাম্মদ আলীসহ ৫ জনের বিরুদ্ধে।

প্রাপ্ত অভিযোগে প্রকাশ, ওই এলাকার মহিম উদ্দিনের পুত্র মানিক মিয়ার ভোগ দখলীয় জমির ভুট্টা খেত নষ্ট করে তুলে ট্রাক্টর টলি যোগে নিয়ে যায় একই এলাকার ছেনার উদ্দিনের পুত্র দেলোয়ার হোসেন ও শাহাদত হোসেনের পুত্র মোহাম্মদ আলী। খবর পেয়ে মানিক মিয়া ও তার স্ত্রী মনোয়ারা বেগম ভুট্টা ক্ষেতে এসে ভুট্টা নিয়ে যেতে বাঁধা দেয়। এ  সময় দেলোয়ার হোসেন ও মোহাম্মদ আলীসহ তাদের লোকজন মানিক মিয়া ও তার স্ত্রীর উপর হামলা চালায়। ওই হামলায় মানিক মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় মানিক মিয়া বাদী হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগও দায়ের করেন।  তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন দেলোয়ার হোসেন ও তার লোকজন।  হাতীবান্ধা থানার ওসি শাহা আলম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়