২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৫ জুন, ২০২৩ - 05 June, 2023
amader protidin

হাতীবান্ধায় পিস্তল ও মাদকসহ ১ জন গ্রেফতার

আমাদের প্রতিদিন
4 weeks ago
87


হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধায় একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি ও বিপুল পরিমান মাদকসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃর্ত ওই ব্যক্তির নাম সাইফুর রহমান। তিনি হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের পুর্ব নওদাবাস ৮ নং ওয়ার্ডের আব্দুল গফুরের পুত্র। শুক্রবার ভোর রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন হাতীবান্ধা থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় হাতীবান্ধা থানার ওসি শাহা আলমসহ এক দল পুলিশ। এ সময় আব্দুল গফুরের পুত্র সাইফুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১৭৫ পিচ ইয়াবা ও বিপুল পরিমান গাঁজাসহ তাকে আটক করা হয়। সাইফুর রহমান ২০২১ সালে হাতীবান্ধায় পুলিশের উপর হামলার একটি মামলার এজাহার ভুক্ত আসামীও।  হাতীবান্ধা থানার ওসি শাহা আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন।

 

সর্বশেষ

জনপ্রিয়