গঙ্গাচড়ায় ঘাঘটনদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান উচাপাড়া সংলগ্ন ঘাঘট নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের মেছনীকুন্ডা গ্রামের আবুবকরের ছেলে হোসেন আলীর বিরুদ্ধে। একই স্থানে দীর্ঘদিন থেকে বালু উত্তোলনের ফলে পাশে থাকা
পাইকান আশ্রায়নসহ আশপাশের আবাদী জমি আসন্ন বর্ষা মৌসুমে নদীতে বিলীন হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা। এ ঘটনায় স্থানীয়রা প্রতিকার চেয়ে গঙ্গাচড়া রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছে।
অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, বর্তমানে শুকনো মৌসুমে নদীতে পানি না থাকার সুযোগে বালু ব্যবসায়ী হোসেন আলী পাইকান উচাপাড়া সংলগ্ন ঘাঘট নদীতে শ্যালো মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন। একই স্থানে দীর্ঘদিন থেকে বালু উত্তোলনের ফলে পাশে থাকা
পাইকান আশ্রায়নসহ আশপাশের আবাদী জমি আসন্ন বর্ষা মৌসুমে নদীতে বিলীন হওয়ার আশঙ্কাসহ বালু পরিবহনের জন্য ব্যবহৃত ট্রাক ও ট্রলি যাতায়াতের ফলে রাস্তাগুলোর বিভিন্ন স্থানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় জনসাধারণকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমতাবস্থায় অবৈধ বালু উত্তোলনকারী হোসেন আলীকে বালু উত্তোলনে নিষেধ করলে তিনি কোনরূপ কর্ণপাত না করে স্থানীয়দের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগে বলা হয়।
এবিষয়ে গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা বলেন, দ্রুতই অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেয়া হবে।