২২ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৫ জুন, ২০২৩ - 05 June, 2023
amader protidin

তিস্তা চুক্তি নিয়ে কোন চক্রান্ত করতে দেয়া হবে না: মেনন

আমাদের প্রতিদিন
4 weeks ago
88


নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও  সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বক্তব্যে বলেছেন,  তিস্তা চুক্তি, তিস্তা নদী নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়নের লড়াই কোনো সরকার বা দলের বিরুদ্ধে নয়, এই লড়াই তিস্তা নদী বাঁচানোর লড়াই। উত্তরবঙ্গকে বাঁচানোর লড়াই। তাছাড়া পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বৈষম্য নিয়ে লড়াই করতে পারি, তাহলে কেন উত্তরবঙ্গের বৈষম্য নিয়ে লড়তে পারবো না। উন্নয়নে সারাদেশের মতো উত্তর বঙ্গের জন্য সমবাজেট দিতে হবে।  তিনি আরোও বলেন, আমাদের কথা স্পষ্ট, তিস্তার পানি ভারত পাবে তাতে বাধা নেই। কিন্তু এক হাজার একর জমি অধিগ্রহণ করে, খাল খনন করে পানি নিয়ে যাবে, এটা হতে দেয়া হবে না। তিস্তা চুক্তি নিয়ে কোন চক্রান্ত করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বব্যাংককে দেখিয়ে দিয়েছেন।তিনি বিশ্বব্যাংকের আমন্ত্রণে গিয়ে আমাদের পদ্মা সেতুর ছবি উপহার দিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে আহবান জানাই, পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে তিস্তা মহিপরিকল্পনা গ্রহণ করতে হবে। তিনি বলেন,  ২০১৫ সালে এই পাবলিক লাইব্রেরী মাঠে তিস্তা কনভেনশনে এসেছিলাম। তখন থেকে আজ অবধি তিস্তা পানি চুক্তি ও মহাপরিকল্পনার আন্দোলন চলে আসছে। তিস্তা চুক্তি নিয়ে সরকারের কেউ কথা বলে না। এসময় তিনি আগামী বাজেটের মধ্যেই সেই বাজেট ঘোষণায় সংসদে প্রস্তাব তুলে ধরার কথাও বলেন।

সর্বশেষ

জনপ্রিয়