বিরলে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
বিরলে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে বিরল খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ সবুজার সিদ্দিক সাগর, উপজেলা আওয়ামী লীগের নেতা ও শিল্পপতি আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিল্পপতি আলহাজ্ব মোঃ রকিবুল ইসলাম বাবু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আতোয়ার হোসেন, বিরল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে রাহাদ রিমন, স্টেশন জামে মসজিদ এর ইমাম হাফেজ মাওঃ মোঃ আব্দুল জলিল প্রমূখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আতোয়ার হোসেন জানান, এবার উপজেলায় কৃষকের এ্যাপস এর মাধ্যমে আবেদনকৃত কৃষকদের নিকট হতে ৩১ আগস্ট পর্যন্ত ৩০ টাকা কেজি দরে ধান ১৩০৪ মে.টন ও ৪৪ টাকা কেজি দরে ১৮ মে পর্যন্ত চুক্তিবদ্ধ মিল মালিকদের নিকট হতে ১০৮১১ মে.টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং সংগ্রহ কার্যক্রম ৩১ আগস্ট ২০২৩ পর্যন্ত চলমান থাকবে। উল্লেখ্য, খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত সারাদেশে একযোগে সকালে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।