২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৪ জুন, ২০২৩ - 04 June, 2023
amader protidin

গঙ্গাচড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের দায়ে এক যুবকের কারাদণ্ড

আমাদের প্রতিদিন
3 weeks ago
101


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায়  ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের দায়ে সোহাইবুল ইসলাম (৩০)নামে এক ট্রলি চালককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ড প্রাপ্ত সোহাইবুল উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ডাঙ্গী পাইকান গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

রবিবার (৭মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা এই সাজা প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নয়ন কুমার সাহা বলেন, উপজেলার আলমবিদিতর ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত ঘাঘট নদী থেকে সরকারী নির্দেশনা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহন করে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে  রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহন করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী সোহাইবুল ইসলাম (৩০)নামে এক ট্রলি চালককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের রায় প্রদান করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়