১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ২৯ মে, ২০২৩ - 29 May, 2023
amader protidin

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তফার সাথে ভারতীয় সহকারি হাই কমিশনারের সৌজন্য স্বাক্ষাত

আমাদের প্রতিদিন
3 weeks ago
87


নিজস্ব প্রতিবেদক:

ভারতীয় সহকারি হাই কমিশনার শ্রী মনোজ কুমার গতকাল রোববার রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সৌজন্য সাক্ষাতকালে ভারতীয় সহকারি হাই কমিশনার শ্রী মনোজ কুমার ভারতীয় অর্থায়নে রংপুর সিটি কর্পোরেশনে পরিচালিত প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের খোজখবর নেন এবং রংপুর সিটি কর্পোরেশনকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ভারতীয় সহকারি হাই কমিশনার শ্রী মনোজ কুমারকে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ মাহাবুবার রহমান মঞ্জু, সাবেক প্যানেল মেয়র ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ মাহামুদুর রহমান টিটু, রংপুর সিটি কর্পোরেশনের রাজস্থ কর্মকর্তা জয়শ্রী রানী রায়,নির্বাহী প্রকৌশলী আনিচুজ্জামান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহামুদ হাসান মৃর্ধা, রংপুর চেম্বারের পরিচালক রবি সোমানী ও রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর কবীর শান্তসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়