২২ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৫ জুন, ২০২৩ - 05 June, 2023
amader protidin

মিঠাপুকুরে  প্রতীমা ভাঙচুরের ঘটনায় আটক-১

আমাদের প্রতিদিন
4 weeks ago
131


মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

মিঠাপুকুরের বৈরাতী হাট এলাকার রতিয়া সর্বজনীন কালী মন্দিরের  প্রতিমা ভাঙচুর করার ঘটনায় একজনকে আটক করেছে মিঠাপুকুর থানা পুলিশ। আটককৃত মহিলার নাম কহিনুর বেগম (৫০) রতিয়া বাকচা পাড়া এলাকার খলিফা আমিনের স্ত্রী।

গত শুক্রবার বিকালে মন্দির এলাকার কৃষক সুব্রত কুমার ভৌমিক নিজের জমি দেখতে এসে কালী মন্দিরের লোহার হ্যাজবল ভেঙ্গে তিনটি প্রতিমা ভাঙ্গা দেখে স্থানীয়দের খবর দেয়। সেই রাতেই  ওই মন্দিরের সভাপতি বিভূতি ভূষন বর্মন অজ্ঞাতনামা আসামী করে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার দুইদিনের মধ্যেই আজ দুপুর ২ টায় কহিনুর বেগমকে ভাঙচুরে ব্যবহৃত একটি কুড়াল সহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক নজির হোসেন। স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘ ১০ বছর থেকে আটককৃত কহিনূর মানুষিক ভাবে বিপর্যস্ত ছিলেন।

 

সর্বশেষ

জনপ্রিয়