১৫ চৈত্র, ১৪৩০ - ২৯ মার্চ, ২০২৪ - 29 March, 2024
amader protidin

কাউনিয়ায় আগুনে গরু বোঁচাতে গিয়ে দগ্ধ কৃষকের মৃত্যু

আমাদের প্রতিদিন
10 months ago
203


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপরের কাউনিয়ায় গোয়াল ঘরে আগুনে গরু বাঁচাতে গিয়ে দগ্ধ আব্দুর রাজ্জাক (৫৫) নামের এক কৃষক মারা গেছেন। রবিবার (০৭ মে) বিকেলে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আব্দুর রাজ্জাক কাঁচু দিঘিরপাড় গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে। সোমবার সকালে নামাজে জানাজা শেষে মরহুমের মরদেহ কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (০৪ মে) ভোর চারটার দিকে আব্দুর রাজ্জাকের বসতবাড়ীর গোয়াল ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে গোয়াল ঘরে থাকা গরু উদ্ধার করার সময় আব্দুর রাজ্জাক দগ্ধ হন। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট হাসপাতালে ভর্তি করেন। সেখানে রবিবার বিকেল সাড় ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হারাগাছ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ গোলজার রহমান জানান, কয়েলের আগুন থেকে আগুনের সুত্রপাত ঘটে।নিমিষের মধ্যে গোয়াল ঘরে থাকা খড়ের পালায় আগুন ছড়িয়ে পড়ে। গোয়ালে তিন গরুর মধ্যে একটি বকনা বাঁছুর দগ্ধ হয় এবং বাকী দুইটি গরু বাঁচাতে গিয়ে কৃষক আব্দুর রাজ্জাক দগ্ধ হন। আব্দুর রাজ্জাক খালি গায়ে থাকার কারণে তাঁর পিঠ ও দুই হাত সহ শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে গিয়েছিল।

তিনি বলেন, খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের ইউনিট গিযে প্রায় আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে শুধু গোয়াল ঘর পুড়ে গেছে।

রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, দগ্ধ আব্দুর রাজ্জাক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি জানতে পেরেছেন।এ ব্যাপারে ঢাকার শাহাবাগ থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়