১০ বৈশাখ, ১৪৩১ - ২৩ এপ্রিল, ২০২৪ - 23 April, 2024
amader protidin

রবীন্দ্র জন্মজয়ন্তীতে রংপুর সাহিত্য - সংস্কৃতি পরিষদের বিশেষ অনুষ্ঠান

আমাদের প্রতিদিন
11 months ago
130


খবর বিজ্ঞপ্তির:

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২- তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে  ২৫শে বৈশাখ ১৪৩০,  ০৮ই মে ২০২৩ সোমবার বিকেল ০৫ টায়, রংপুর সাহিত্য - সংস্কৃতি পরিষদ টাউন হল চত্বর কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদ সভাপতি হাসনা হেনা বেগম রোজী। "রবীন্দ্র কবিতায় বাংলাদেশের রুপ ও প্রকৃতি " শিরোনামে প্রবন্ধ পাঠ করেন পরিষদ উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আতাহার আলী খান। সম্পূরক আলোচনা করেন, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টু। রবীন্দ্রনাথের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন, কারমাইকেল কলেজের বাংলা বিভাগের ভূতপূর্ব অধ্যাপক, প্রফেসর মোহাম্মদ শাহ আলম। পরিষদের উপদেষ্টাগণের মধ্যে নিবেদিত কবিতা পাঠ, আবৃত্তি ও রবীন্দ্র আলোচনায় অংশ নেন, বীর মুক্তিযোদ্ধা সুশান্ত চন্দ্র খাঁ, কবি ও আবৃত্তিকার নারায়ণ চন্দ্র বর্মা, বিশিষ্ট আইনজীবি এড. মাসুম হাসান, কবি এ এস এম হাবিবুর রহমান। নিবেদিত কবিতা পাঠ করেন কবি আফজাল হোসেন, মাহমুদা চৌধুরী, খন্দকার মাহফুজার রহমান, ইয়ামিন বসুনীয়া। রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন আব্দুল কুদ্দুস, সামীমা আখতার খানম, মেহেদী মাসুদ, মেসবাউর রহমান, পূর্ণিমা রাজ, জান্নাতুল মাওয়া, নীরেশ মুখার্জী, আফরোজা বেগম। রবীন্দ্র স্মরণে কথা বলেন, ড. নাসিমা আকতার, সুনীল সরকার, সালমা হোসেন পপি, আব্দুল খালেক। রবীন্দ্র সংগীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী তৃপ্তি দত্ত ও সুফি জাহিদ হোসেন। তবলায় সঙ্গ দেন ধ্রুব রায়। আরো যারা উপস্থিত ছিলেন উপদেষ্টা শ ম আমজাদ হোসেন সরকার, বাচিক শিল্পী আব্দুছ ছালাম, মনিরা আকতার, কবি মমতাজুর রহমান বাবু, মীরা রায়, তাপস কুমার রায়, পুষ্পজিৎ রায়,মমিনুল হক,  সাংবাদিক রেজাউল করিম জীবন, পূর্ণতা, ওয়াজেদ আলী,আল মামুন রয়েল ও সাকিবুল ইসলাম। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক মামুন উর রশিদ।

সর্বশেষ

জনপ্রিয়