১১ বৈশাখ, ১৪৩১ - ২৪ এপ্রিল, ২০২৪ - 24 April, 2024
amader protidin

ফুলবাড়ীতে ছাত্রলীগের দু’গ্রুগ্পের সংঘর্ষ, আহত-১০

আমাদের প্রতিদিন
11 months ago
206


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক  গ্রুপের নেতাকর্মিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। এরমধ্যে তিন’জনের অবস্থা গুরুতর। ঘটনাটি ঘটে সোমবার রাত ৯টার দিকে উপজেলার তিনকোমোড়ের আলহাজ¦ আমির আলী মিয়া মার্কেটের পাশে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এনিয়ে ফুলবাড়ীতে উত্তেজনা বিরাজ করছে। এদিকে উপজেলা আওয়ামীলীগ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা গ্রহনের জন্য ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদীর সঙ্গে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক তাহাদ হাসান তুষারের মধ্যে মাদককে কেন্দ্র করে উপজেলার তিনকোনা মোড়ে মারপিঠের ঘটনা ঘটে। এনিয়ে গত তিনদিন উপজেলা ছাত্রলীগের উত্তেজনা চলছিল। বিষয়টি পুলিশ অবগত ছিল। এরই মধ্যে শুরু হয় দু’গ্রæপের মহড়া। সোমবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমালের নেতৃত্বে একটি মিছিলের প্রস্তুতি নিলে পুলিশ মিছিল না করার জন্য আহবান জানায়। এরই মধ্যে মেহেদী তার লোকজনসহ রাত ৯টার দিকে তিনকোণা মোড়ে ছাত্রলীগের ওপর হামলা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌকির হাসান তমাল,সাংগঠনিক সম্পাদক তাহাদ হাসান তুষার ও সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী, ছাত্রলীগ কর্মি রিয়াজ,মোঃ শামিম, নুরনবী ইসলাম লিটন, মোঃ নুরনবী, নাহিদ হাসান লিমন, সাংগঠনিক সম্পাদক তাহাদ হাসান তুষারের চাচা মিজানুর রহমানসহ ১০ জন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষনিক ভাবে আহতদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সাংগঠনিক সম্পাদক তাহাদ হাসান তুষার ও সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ও মিজানুরের অবস্থা গুরুতর। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন যুগান্তরকে জানান, উপজেলা ছাত্রলীগের সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক মেহেদী ও তার সঙ্গে থাকা শিবলুকে অযাচিত ভাবে গত শনিবার রাতে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক তাহাদ হাসান তুষারের নেতৃত্বে বেধরক মারপিট করা হয়। তারাতো পরিকল্পিত ভাবে হামলা করেছে।

সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী যুগান্তরকে জানান, কারা মাদকের সঙ্গে জড়িত ড্রপ টেষ্ট করলেই বুঝা যাবে। প্রথমেই তারা আমার উপর হামলা করেছে। তদন্ত করলেই আসল রহস্য বেড় হয়ে আসবে।

উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌকির হাসান তমাল জানান, আমাদের পার্টি অফিসে একটি মিটিং ছিল। মিটিং শেষে আমরা যখন বেড় হই তখন ‘মেহেদী তার লোকজনসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর হামলা চালায়। এতে আমি ও আমার সাংগঠনিক সম্পাদকসহ ছাত্রলীগ নেতাকর্মি আহত হন। তারা ছাত্রলীগ কার্যালয়ে হামলা করে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করেছে। থানায় অভিযোগ করেছি।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রতন পোদ্দার জানিয়েছেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা গ্রহনের জন্য ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। প্রমানিত হলে তারা যেকেউ হোক ব্যবস্থা গ্রহন করা হবে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, ‘সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়