২২ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৫ জুন, ২০২৩ - 05 June, 2023
amader protidin

বীরগঞ্জে দিনব্যাপী কৃষক প্রশিক্ষন

আমাদের প্রতিদিন
3 weeks ago
56


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রারন অধিদপ্তরের আয়োজনে কৃষি হলরুমে¡ ২০২২ -২০২৩ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উক্ত কৃষক প্রশিক্ষক অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনে দিক নির্দেশনা বক্তব্য রাখেন দিনাজপুর জেলা কৃষি স¤প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষন অফিসার মোঃ জাফর ইকবাল । অনুষ্ঠানে উপজেলা কৃষি স¤প্রসারন অফিসার মোছাঃ সায়মা জাহান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আব্দুল বারীসহ উপস্থিত কৃষক-কৃষাণী বক্তব্য রাখেন। প্রশিক্ষনে ৬০ জন কৃষক -কৃষাণীরা ও সাংবাদিক মোঃ সিদ্দিক হোসেন,  মোঃ আব্দুর রাজ্জাক অংশ গ্রহন করেন।

অতিথিবৃন্দ বক্তব্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষি খাতে ব্যাপক হারে ভর্তুকি দিয়ে যাচ্ছে। বিনা মূল্যে কৃষকদের মাঝে সার বীজ কীটনাশক সহ বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে প্রদান করেছেন। সাধারণ কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য কন্দাল জাতীয ফসলে চাষাবাদে কোন প্রকার ক্ষতি হয় না।  সার বিষ কীটনাশক পরিমান খুবই কম লাগে এবং লাভ জনক।   এ সব কন্দাল ফসল যেমন গোলআলু, মিষ্টি আলু, শলাকচু, ওলকচু,  সজিকচু কি ভাবে চাষাবাদ  করলে কৃষক-কৃষাণীরা লাভবান হবেন সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এ সময় স্বাস্থ্য সন্মত আবাদ করার জন্য কৃষকদের পরামর্শ প্রদান করেন। 

 

সর্বশেষ

জনপ্রিয়