১৪ চৈত্র, ১৪৩০ - ২৮ মার্চ, ২০২৪ - 28 March, 2024
amader protidin

গাইবান্ধার বোনারপাড়া ডাকঘরের অর্থ আত্মসাত, তিনজনের কারাদন্ড-জরিমানা

আমাদের প্রতিদিন
10 months ago
222


নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া উপজেলা ডাকঘরের অর্থ আত্মসাতের মামলায় সাবেক স্থানাপন্ন উপজেলা পোস্ট মাস্টারসহ তিনজনকে পৃথক পৃথক ধারায় ১৮ বছরের সশ্রম কারাদন্ড ও জরিমানার আদেশ দিয়েছে রংপুরের জেলা ও দায়রা জজ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন, সাঘাটার বোনারপাড়া উপজেলা ডাকঘরের সাবেক স্থানাপন্ন উপজেলা পোস্ট মাস্টার ও পলাশবাড়ি উপজেলার কুমোদপুর গ্রামের শামসুল ইসলাম, সাবেক প্যাকার ও সাঘাটা  উপজেলার বদিয়ারপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন, পোস্টম্যান এবং ভরতঘালি গটিয়া গ্রামের জাহেদুল ইসলাম। আজ মঙ্গলবার রংপুরের জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল জজ মো: হায়দার আলী এ রায় প্রদান করেন।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, দন্ডপ্রাপ্ত সাঘাটার বোনারপাড়া উপজেলা ডাকঘরের সাবেক স্থানাপন্ন উপজেলা পোস্ট মাস্টার শামসুল ইসলাম, সাবেক প্যাকার মোফাজ্জল হোসেন, পোস্টম্যান জাহেদুল ইসলাম পরস্পর যোগসাজসে কর্মরতকালীন সময়ে অবৈধপন্থায় ভুয়া মানি অর্ডার বিলি দেখিয়ে দুই লক্ষ চুরানব্বই হাজার টাকা আত্মসাত করেছেন। তারা আত্মসাতকৃত রেকর্ডপত্রের মধ্যে মানিঅর্ডার বিলি কুপন, উচ্চ মুল্যের মানি অর্ডার রেজিস্টার ইত্যাদি ধ্বংশ ও সরিয়ে ফেলে। এঘটনায় তৎকালীন পোস্ট অফিস পরিদর্শক রেজাউল আলম সাঘাটা থানা বিগত ১৯-০৫-২০১০ সালে একটি জিডি করেন। পরে একটি তদন্ত কমিটি গঠন করা হলে তদন্ত কমিটি ০৩-০৬-২০১০ ইং সালে প্রতিবেদন দাখিল করেন। তারা ঘটনার সত্যতা পায়। পরে এঘটনায় সাঘাটা থানায় গাইবান্ধা ডাকবিভাগের উপ-পরিদর্শক আব্দুর রশিদ মন্ডল একটি মামলা দায়ের করেন। পরে দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য গ্রহণ করে আদালত। এ মামলায় তৎকালীন সাঘাটার বোনারপাড়া উপজেলা ডাকঘরের স্থানাপন্ন উপজেলা পোস্ট মাস্টার ও পলাশবাড়ি উপজেলার কুমোদপুর গ্রামের শামসুল ইসলাম, প্যাকার ও   সাঘাটা  উপজেলার বদিয়ারপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন, পোস্টম্যান এবং ভরতঘালি গটিয়া গ্রামের জাহেদুল ইসলাম দোষী সাবাস্থ্য হওয়ায় আত্মসাতকৃতদুই লক্ষ চুরানব্বই হাজার টাকা রাস্ট্রের অনুকুলে জমা করার নির্দেশসহ ৪০৯/১০৯ ধারা, ৪২০/১০৯ ধারা,৪৬৭/১০৯ ধারা ও ৪৬৮/১০৯ ধারায় প্রত্যেককে ৪ বছর করে ১৬ বছর ও ২০১/১০৯ ধারায় দুই বছরসহ মোট ১৮ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়।  ইহা ছাড়াও প্রত্যেক দন্ডপ্রাপ্তকে ৫ হাজার করে টাকা জরিমানা এবং ব্যর্থতায় একবছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্যানেল আইনজীবি শামীমা আখতার শিরিন। তিনি জানান, পৃথক পৃথক ধারায় আসামীদের মোট ১৮ বছরের কারাদন্ডাদেশ দেয় আদালত। 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়