২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৪ জুন, ২০২৩ - 04 June, 2023
amader protidin

রংপুরে স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক বিপু’র প্রথম মৃত্যু বাষির্কী পালিত

আমাদের প্রতিদিন
3 weeks ago
77


নিজস্ব প্রতিবেদক:

রংপুর জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সাবেক সদস্য, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বিপু’র প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

আজ বুধবার বিকেলে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয়ে প্রয়াত বিপু’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করে রংপুর জেলা বিএনপি।

এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'র সদস্য আনিছুর রহমান লাকু, জেলা বিএনপির সদস্য ফজলুর রহমান বাদল, ফিরোজ আলম, হারুন অর রশিদ, বিএনপি নেতা রাজিব চৌধুরী, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সহ-সভাপতি আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব রায়, ওলামা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও জেলা সভাপতি মাওলানা মোহা: ইনামুল হক মাজেদী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন, যুগ্ম আহবায়ক মুনতাসির মামুন মুন্না, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল, জেলা তাঁতী দলের সভাপতি ফজলে এলাহি ডিউক, সাধারণ সম্পাদক মুরাদ মিথুন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম, সজিব, সহ-সাংগঠনিক সম্পাদক মো: আকাশ, সদর উপজেলা কৃষক দলের আহাবায়ক শফি মাহমুদ চৌধুরী প্রমুখ। পরে প্রয়াত বিপু’র স্বরণে দোয়া পরিচালনা করেন  মহানগর ওলামা দলের সভাপতি ইঞ্জিনিয়ার মাও: জামাল উদ্দিন ফয়জী, এছাড়াও রংপুর জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়