২২ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৫ জুন, ২০২৩ - 05 June, 2023
amader protidin

রৌমারীতে বিপুল পরিমান ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক

আমাদের প্রতিদিন
3 weeks ago
36


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে ১ হাজার ৯০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ রফিকুল ইসলাম (৫০) নামের কুখ্যাত মাদক সম্রারাটকে আটক করেছে জামালপুর র‌্যাব-১৪। আটক রফিকুল ইসলাম রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাজাইকাটা গ্রামের আব্দুল বারেকের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব জানায়, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা এর উপস্থিতিতে র‌্যাবের একটি দল রৌমারী উপজেলার দূর্গম সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯’শ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল সেট (সিমসহ) রফিকুলকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫লক্ষ ৭০হাজার টাকা। আটক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আসামীর বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়