১৪ চৈত্র, ১৪৩০ - ২৯ মার্চ, ২০২৪ - 29 March, 2024
amader protidin

বীরগঞ্জে সজনার ডাল রোপন কর্মসূচীর উদ্বোধন

আমাদের প্রতিদিন
10 months ago
216


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

“দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি ” এই  স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে উদ্যোগে ভিটামিন জাতীয় সবজি খাবার সজনার ডাল রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির সহযোগিতায় ইম্প্যাক্ট প্লাস দলের উদ্যোগে উপজেলার নিজপাড়া এবং মোহনপুর ইউনিয়নে উক্ত কর্মসূচীর উদ্বোধন করা হয়।

রোপন কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি ম্যানাজার রবার্ট কমল সরকার, প্রোগ্রাম অফিসার দিপা রোজারিও, ডোরিস হাসদা, নিজপাড়া ইউপি পরিষদ রুবেল ইসলাম, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোঃ ওয়াহেদ আলী প্রমুখ।

সজনা ডাল কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে অথিতিবৃন্দ বলেন, শিশুরা আগের তুলনায় এখন অনেক সচেতন। তারা পরিবেশ রাক্ষার্থে অনেক কাজ করছে। পরিবেশ ভাসাম্য বজায় রাখার জন্য প্লাস্টিক পরিহারে উৎসাহ প্রদান করছে, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন মূলক ক্যাম্পেই করছে, শিশু জন্মসনদ ৪৫ দিনে নিশ্চত করনে কাজ করে যাচ্ছে।

ইম্প্যাক্ট প্লাস ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির একটি শিশু সংগঠন। সংগঠটির সদস্যরা সামাজিক কাজে জড়িত। প্রতিটি দলে ২৫ জন করে সদস্য রয়েছে যারা সমাজ, পরিবার ও নিজেকে নিয়ে সচেতন।

 

  

সর্বশেষ

জনপ্রিয়