২২ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৫ জুন, ২০২৩ - 05 June, 2023
amader protidin

গঙ্গাচড়ায় কালী প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন

আমাদের প্রতিদিন
3 weeks ago
47


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় কালী প্রতিমা ভাঙচুরের প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে  কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। শনিবার (১৩ মে) দুপুরে কোলকোন্দ ইউনিয়নের শিঙ্গীমারী শ্মশান কালী মন্দিরের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন শিঙ্গীমারী শ্মশান কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি কৃষ্ণ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক সুধীর চন্দ্র বর্মন, সদস্য বিষ্ণু চন্দ্র রায়সহ অন্যান্যরা। বক্তারা পুলিশ প্রশাসনের নিকট দ্রুতই কালী প্রতিমা ভাংচুরের সাথে জড়িতের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত বৃহস্পতিবার (১১ মে) রাতে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের শিঙ্গীমারী শ্মশান কালী মন্দিরের কালী প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

সর্বশেষ

জনপ্রিয়