২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৩ জুন, ২০২৩ - 03 June, 2023
amader protidin

গোবিন্দগঞ্জ উপজেলা মুক্ত স্কাউট দলের র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

আমাদের প্রতিদিন
2 weeks ago
41


গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা মুক্ত স্কাউট দলের উদ্যোগে গত শনিবার ১২ মে স্থানীয় কুঠিবাড়ি শিশু নিকেতন কেজি স্কুলমাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন লোলতলা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুস সালাম, গোবিন্দগঞ্জ মুক্ত স্কাউট দলের উপদেষ্টা বদিউজ্জামান বি এস বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, কোষাধ্যক্ষ ও ইউনিট লিডার মোঃ জান্নাতুল ইফরাত রকসি, কার্যনির্বাহী সদস্য মোছাঃ ফেরদৌসী সাথী, সিনিয়র উপদল নেতা আজিজুল বারী মুনান, উপদল নেতা মোঃ রিমন ইসলাম, স্কাউট সদস্য মোঃ শাকিব শেখ, সিনিয়র স্কাউট সদস্য মোঃ শামিম ইসলাম,মোঃ আব্দুন নুর সানভী, সাবেক সিনিয়র রোভার মেট মোঃ সোহেল সরকার, গার্ল ইন স্কাউট শ্রাবণী বর্মন, মোছাঃ হাফসা, প্রাপ্তি বিশ্বাস, মোছাঃ বৈশাখী প্রধান প্রমুখ। পরে স্কাউট সদস্যদের আংশ গ্রহনে এক র‌্যালি বের করা হয়।

  

সর্বশেষ

জনপ্রিয়