২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৪ জুন, ২০২৩ - 04 June, 2023
amader protidin

নাগেশ্বরীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগতা

আমাদের প্রতিদিন
2 weeks ago
40


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনাসভা, স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের সহ পাঠ্যক্রম এবং সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. কামরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার নিখিল চন্দ্র বর্মন, মহিলা কলেজের অধ্যক্ষ নাসিমুল ইসলাম মন্ডল রবু, নাগেশ্বরী পেক্লাবের সভাপতি ওমর ফারুক, সহকারী অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে শ্রেণিভিত্তক ৪টি গ্রপে বিভক্ত করে গান, নাচ, কবিতা আবৃত্তি, রচনাসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্য়ায়ের বিজয়ীরা পরবর্তীতে জেলা পর্যায়ে অংশগ্রহণ করবেন।

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়