৭ বৈশাখ, ১৪৩১ - ২০ এপ্রিল, ২০২৪ - 20 April, 2024
amader protidin

ঘোড়াঘাটে বোরো ধান সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
11 months ago
186


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৩ এর আওতায় কৃষক নির্বাচনের লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৫ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সভাপতিত্বে ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এ লটারি অনুষ্ঠিত হয়।

লটারি অনুষ্ঠানে মন প্রতি ১০৫০ টাকা দরে ৭৮০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যে উপজেলার ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়নের ১০৯৬ জন্য কৃষক নির্বাচিত করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান, উপজেলা খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) গোলাম মাওলা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, ঘোড়াঘাট এলএসডি- এর ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজোয়ানুল হক, ডুগডুগি এলএসডি- এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারা বেগম, ঘোড়াঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি জিল্লুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক গাফফার প্রধান, উপজেলার বিভিন্ন এলাকার কৃষক সহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী সহ অনেকে উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়