২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৩ জুন, ২০২৩ - 03 June, 2023
amader protidin

গঙ্গাচড়ার খলেয়ায় অগ্নিকান্ডে ১১টি বাড়ি ভস্মিভূত

আমাদের প্রতিদিন
2 weeks ago
91


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের গঙ্গাচড়ায় অগ্নিকান্ডে ১১টি বাড়ির সবকিছু ভস্মিভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১৫) মে রাত সোয়া একটায় উপজেলার দক্ষিণ খলেয়া পশ্চিমপাড়া এলাকায়। অগ্নিকান্ডের ঘটনায় ঘরের ভেতরে থাকা তামাক, ধান, চাল, নগদ অর্থ, স্বর্ণালংঙ্কারসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মত দক্ষিণ খলেয়া পশ্চিমপাড়ার বাসিন্দারা রাতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে। রবিবার রাত সোয়া ১টার দিকে আমিনুলের ছেলে তয়েব আলীর বাড়িতে আগুন লাগে। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে তায়েবের ভাই রাকিবুল, শাহেবুল, সাইয়েদুল, খাদেমুল, আব্দুল মতিনের মেয়ে ফেন্সি খাতুন, হাসেন আলীর ছেলে সামসুল, গণি, শরীফ, মতলুবারের মেয়ে আলো বেগম, সফর উদ্দিনের ছেলে মকলেসারের বাড়িতে। বাড়ির সদস্য ও প্রতিবেশীরা বালতিতে করে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে ততক্ষণে ১১টি পরিবারের সবকিছু ভস্মিভূত হয়ে যায়। এ ঘটনায় খাদেমুল ও সামসুলের ২টি করে মোট ৪টি গরু পুড়ে মারা যায়। অগ্নিকান্ডের ঘটনাটি বৈদ্যুতিক শট সার্কিট থেকে হয়েছে বলে নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন।

সর্বশেষ

জনপ্রিয়