কুড়িগ্রামে আম দেওয়ার কথা বলে শিশুকে 'ধর্ষণচেষ্টা' : বৃদ্ধ গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রথম শ্রেণি পড়ুয়া এক শিশু (৭) কে ধর্ষণচেষ্টার অভিযোগে নুর বক্স (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় কুড়িগ্রাম শহরের পলাশবাড়ী পাঠানপাড়া গ্রাম থেকে ওই বৃদ্ধকে গ্রেফতার করা হয়। বুধবার আসামীকে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জেল হাজতে প্রেরণের আদেশ দেন। সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) খান মো.শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ৩ টার দিকে নুর বক্স একই এলাকার প্রথম শ্রেণি পড়ুয়া এক শিশুকে আম দেওয়ার কথা বলে নিজ ঘরে নিয়ে যান। ঘরের ভেতর শিশুটিকে 'ধর্ষণচেষ্টা' করেন তিনি। শিশুটির মা বিষয়টি বুঝতে পেরে শিশুটিকে দ্রুত উদ্ধার করেন। পরে মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে পুলিশ অভিযুক্ত নুর বক্সকে রাতেই গ্রেফতার করে থানায় আনে।
ওসি খান মো.শাহরিয়ার বলেন, ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে বুধবার আদালতের মাধ্যমে জেল হজতে প্রেরণ করা হয়েছে। আর শিশুকে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।