২৩ অগ্রহায়ণ, ১৪৩০ - ০৭ ডিসেম্বর, ২০২৩ - 07 December, 2023
amader protidin

রঙ ফর্সাকারী নিষিদ্ধ ক্রিম বিক্রি,কুড়িগ্রামে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১১ হাজার টাকা জরিমানা আদায়

আমাদের প্রতিদিন
6 months ago
70


আহসান হাবীব নীলু, কুড়িগ্রাম:  

কুড়িগ্রাম জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের যৌথ উদ্যোগে  বুধবার দুপুরে জেলা সদরের জিয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়।এসময় বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত রঙ ফর্সাকারী ক্রিম বিক্রয় করার অপরাধে এন আর প্লাজায় অবস্থিত সম্রাট কসমেটিকসকে ৫ হাজার টাকা,রিফাত কসমেটিকসকে একই অপরাধে ৩ হাজার টাকা,সুপার মার্কেটে অবস্থিত শাড়ি মেলাকে একই অপরাধে ৩ হাজার টাকা সর্বমোট ৩টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসময় অন্যান্য কসমেটিকস ব্যবসায়ীদের নিষিদ্ধ ঘোষিত রঙ ফর্সাকারী ক্রিম বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়। জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ফরিদুল ইসলাম,মার্কেটিং ইনস্পেক্টর মো: শফিউল আজম এবং কুড়িগ্রাম আনসার ব্যাটালিয়ন এ অভিযানে সহযোগিতা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন,জনস্বার্থে নকল, ভেজাল, নিম্নমান পণ্য বিক্রি,  উচ্চ মূল্য গ্রহন, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি বন্ধ করতে এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়