১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ২৯ মে, ২০২৩ - 29 May, 2023
amader protidin

২৭ বারের মতো এভারেস্টে উঠলেন নেপালি শেরপা

আমাদের প্রতিদিন
1 week ago
32


আন্তর্জাতিক ডেস্ক:

নেপালি পর্বতারোহী কামি রিতা শেরপা বুধবার ২৭ বারের মতো মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন। এর মধ্য দিয়ে তিনি বিশ্বের সর্বোচ্চ পর্বতে সবচেয় বেশি আরোহনের রেকর্ড গড়লেন।

কামি রিতার অভিযাত্রী সংগঠক সেভেন সামিট ট্রেকসের মিংমা শেরপা এএফপিকে বলেন, ‘একজন ভিয়েতনামী পর্বতারোহীকে পথ দেখিয়ে আজ সকালে তিনি সফলভাবে চূড়ায় পৌঁছেছেন।’

গত রোববার আরেক পর্বতারোহী ৪৬ বছর বয়সী পাসাং দাওয়া শেরপা ২৬তমবারের মতো এভারেস্টে উঠেছিলেন। মঙ্গলবার পাসাংয়ের সেই রেকর্ড ভাঙ্গেন কামি রিতা।

৫৩ বছর বয়সী কামি রিতা শেরপা পর্বতারোহীদের গাইড হিসেবে কাজ করছেন। ১৯৯৪ সালে তিনি প্রথম আট হাজার ৮৪৮ মিটার উঁচু পর্বতটিতে ওঠেন। এরপর থেকে, তিনি প্রায় প্রতি বছরই এভারেস্টে আরোহণ করেছেন।

‘এভারেস্ট ম্যান’ নামে পরিচিত কামি রিতা ১৯৭০ সালে হিমালয়ের পাদদেশের গ্রাম থেমেতে জন্মগ্রহণ করেন। বড় হয়ে কামি রিতা তার বাবা ও  ভাই ডনকে পর্বতারোহীদের পথপ্রদর্শক হিসেবে কাজ করতে দেখেছেন।

সর্বশেষ

জনপ্রিয়