গঙ্গাচড়ায় কৃষক লীগ নেতা আব্দুর রশিদ আর নেই

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
বাংলাদেশ কৃষক লীগ গঙ্গাচড়া সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও তালুক হাবু বিএম কলেজের বাংলা বিষয়ের প্রভাষক আব্দুর রশিদ আর নেই।আজ শুক্রবার (১৯ মে) ১২ঃ৩০ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪০ বছর। তিনি স্ত্রী, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, গঙ্গাচড়া উপজেলা কৃষক লীগের সভাপতি দেবদাস বর্মন,সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল রায়সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।