১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ২৯ মে, ২০২৩ - 29 May, 2023
amader protidin

খানসামায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সভাপতি হাকিম, সা.সম্পাদক জিকরুল

আমাদের প্রতিদিন
1 week ago
23


খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের খানসামা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইমারত শ্রমিক ইউনিয়নের (পাকেরহাট) (রেজি নং-১১) ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৩।

আজ শনিবার (২০ মে) হাসিমপুর আওকরা মসজিদ উচ্চ বিদ্যালয় (মির্জার মাঠে) সকাল ১০.০০ থেকে বিকাল ৪.০০ পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৭৩ জন। কাস্ট হয়েছে ১৫৮ ভোট। ভোটাররা ০১টি বুথে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। এবারের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাকি পদগুলো নির্বাচিত হয়েছেন।

দুই পদের নির্বাচনে সভাপতি পদে হাকিম চৌধুরী হাতুর মার্কায় পান ৮১ ভোটে বিজয়ী হন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী রুস্তম আালী (দুলু) ছাতা মার্কায় ৭৫ পেয়ে পরাজিত হন ও সাধারণ সম্পাদক পদে জিকরুল হক গোলাপ ফুল মার্কায় ৯০ ভোটে নির্বাচিত হন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী উদয় চন্দ্র কুর্নি মার্কায় ৬৭ ভোট পেয়ে পরাজিত হন।

নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আলী সরকার। তিনি জানান, সবার সহযোগিতায় একটি শন্তিপূর্ণ ভোট উপহার দিয়েছি। কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই ভোটাররা ভোট প্রদান করেন। গণনা শেষে সবাই ফলাফল মেনে নিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়