৮ আশ্বিন, ১৪৩০ - ২৩ সেপ্টেম্বর, ২০২৩ - 23 September, 2023
amader protidin

টিসিএ এর নব-নির্বাচিত কমিটির অভিষেক, মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আমাদের প্রতিদিন
4 months ago
127


নিজস্ব প্রতিবেদক:

টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ) এর নব-নির্বাচিত কমিটির অভিষেক, মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।  গত শুক্রবার (১৯ মে) বিকেলে সদর উপজেলার বিনোদন উদ্যান ভিন্নজগত সোনারতরী মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টিসিএ’র আজীবন সদস্য, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, তিস্তা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান আশরাফুল আলম আলামিন, আজীবন সদস্য কন্ঠশিল্পী অন্তর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমেদ তুষার, রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক ডিজেল আহমেদ। টিসিএ’ রংপুরের সভাপতি শাহনেওয়াজ জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এহসানুল হক সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক জাভেদ ইকবাল, মেরিনা লাভলী, জুয়েল আহমেদ, স্বপন চৌধুরী, জাহাঙ্গীর আলম বাদল। অভিষেক অনুষ্ঠানে টিসিএ রংপুরের ২০২২-২৪ মেয়াদে নব-নির্বাচিত অভিষেক অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।  

সর্বশেষ

জনপ্রিয়