২২ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৫ জুন, ২০২৩ - 05 June, 2023
amader protidin

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে গংগাচড়ায় স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টশন কোর্স অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 week ago
10


খবর বিজ্ঞপ্তির:

শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি ছেলেমেয়েকে স্কাউট প্রশিক্ষণদান বিষয়ক মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ স্কাউটস গংগাচড়া উপজেলার আয়োজনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টশন কোর্স ২২ মে ২০২৩ অনুষ্ঠিত হয়।

রংপুর জেলার গংগাচড়া উপজেলা পরিষদ হল রুম ও গংগাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ দুইটি কোর্স আয়োজন করা হয়। কোর্সে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা বিপির জীবনী ও স্কাউট আন্দোলনের ইতিহাস, স্কাউটিংয়ের মৌলিক বিষয়সমূহ, স্কাউটের সাংগঠনিক কাঠামো, কাব, স্কাউট ও রোভার শাখার প্রোগ্রামসমূহ, প্যাক ও ট্রুপ মিটিং ইত্যাদি বিষয়ে সেশন উপস্থাপন করা হয়। দিনব্যাপী আয়োজিত এ ওরিয়েন্টশন কোর্সে আঞ্চলিক উপ কমিশনার (প্রশিক্ষণ) মুক্তা লাল রায় ঈশোর, স্কাউটসের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মাহবুবুল আলম প্রামানিক, আঞ্চলিক সম্পাদক মোঃ আবু সাঈদ, আঞ্চলিক উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ, রংপুরে কর্মরত স্কাউটসের সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মণ, রংপুর জেলা সম্পাদক মোঃ আব্দুর রহিম,  স্কাউটার মোঃ মশিয়ার রহমান, স্কাউটার মোঃ মোর্শেদ সারওয়ার জুয়েল, স্কাউটার মোঃ রেয়াজুল ইসলাম ও স্কাউটার শফিয়ার মোঃ জাকিউল আলম স্বপন প্রমুখ।

সকালে কোর্সের উদ্বোধন করেন গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি নাহিদ তামান্না। বিকেলে কোর্সের সার্টিফিকেট বিতরণ করেন গংগাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন। এসময় উপজেলা শিক্ষা অফিসার নাগমা সিলভিয়া খান, উপজেলা স্কাউটস কমিশনার মোঃ মতিয়ার রহমান ও উপজেলা সম্পাদক মোঃ আবুল কাশেম উপস্থিত ছিলেন। কোর্স দুটিতে গংগাচড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯১ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

সর্বশেষ

জনপ্রিয়