২২ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৫ জুন, ২০২৩ - 05 June, 2023
amader protidin

গঙ্গাচড়ায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

আমাদের প্রতিদিন
1 week ago
32


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় ভূমি সেবা সপ্তাহ (২২-২৮ মে) উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে আজ সোমবার (২২মে) দুপুরে  ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মান প্রদর্শন করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহার সভাপতিত্বে ও গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিআরডিবি অফিসার আনিচুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল জলিল, যুব উন্নয়ন অফিসার মাহমুদুর রহমান, মহিলা বিষয়ক অফিসার মৌসুমী আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। আলোচনা শেষে নামজারীর জন্য আবেদনকারীদের কয়েকজনকে নামজারী সম্পন্ন হওয়া কাগজ প্রদান করা হয় এবং ভূমি অফিস চত্তরে ফলজ গাছের চারা রোপন করা হয়। এছাড়া এ স্মার্ট সেবায় ভূমি মন্ত্রণালয় বাস্তবায়নের লক্ষ্যে প্রজেক্টরের মাধ্যমে সেবাসমূহ জনসাধারণকে দেখানো হচ্ছে। তাছাড়া ব্যাপকভাবে প্রচারনার জন্য সেবা সংক্রান্ত ফেস্টুন ও ব্যানার জনগুরুত্বপূর্ণ স্থানে টাঙানো হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়