২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৪ জুন, ২০২৩ - 04 June, 2023
amader protidin

ফুলবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আমাদের প্রতিদিন
1 week ago
39


ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি: 

কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে আদালত কর্তৃক মাদক মামলায় এক বছরের সাজা ও অর্থদন্ড প্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে।আজ সোমবার (২২ মে) সকাল ১০ টার দিকে গোরকমন্ডল বিডিআর বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।  সাজাপ্রাপ্ত ওই আসামীর নাম শ্রী নয়ন চন্দ্র রায়(২২)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ জানায়,লালমনিরহাট জেলার জিআর-২৫৯/১৯ মামলায় আসামী নয়ন চন্দ্র রায় এক বছরের কারাদন্ড ও দুই হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত। তিনি আদালতে আতœসমর্পণ না করে দীর্ঘ দিন থেকে পালিয়ে বেড়াচ্ছেন। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গোরকমন্ডল বিডিআর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

 

সর্বশেষ

জনপ্রিয়