১৫ অগ্রহায়ণ, ১৪৩০ - ৩০ নভেম্বর, ২০২৩ - 30 November, 2023
amader protidin

রংপুরে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আমাদের প্রতিদিন
6 months ago
39


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। সোমবার (২২ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ইফতে খায়ের আলম।

গ্রেপ্তাররা হলেন— লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গড্ডিমারী এলাকার আবু তালেবের ছেলে শহিদুল ইসলাম (২২) ও একই জেলা ও উপজেলার পূর্ব সিন্দুনা এলাকার রনজিত চন্দের ছেলে দিদান্ত রায় (২১)।

প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সোয়া ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়ার পূর্ব ইচলি এলাকার নূর ইসলামের খাবারের হোটেলের সামনে রংপুর-লালমনিরহাটগামী মহাসড়কের সামনে রংপুর ডিবি টিম একটি অফ হোয়াইট রঙয়ের প্রাইভেট কার আটক করে। পরে ওই গাড়ি তল্লাশি করে গাড়ির পিছনের সিটের উপরে ছোট লাল প্লাস্টিকের বস্তার ভিতর থেকে দুই পোটলা গাঁজা জব্দ করা হয়। এসময় ২টি বাটন মোবাইল ফোন ও ১টি স্মাট মোবাইল ফোন জব্দ করা হয়।

রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ইফতে খায়ের আলম জানান, এই ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।   

সর্বশেষ

জনপ্রিয়