২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৫ জুন, ২০২৩ - 05 June, 2023
amader protidin

পীরগাছায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

আমাদের প্রতিদিন
1 week ago
11


পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২২ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্তরে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিঞা, বরেন্দ্র কর্মকর্তা মিজানুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস ছালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলোয়ারা বেগম, সমবায় কর্মকর্তা শামছুন্নাহার বেগম, পরিসংখ্যান কর্মকর্তা মো. শাহনেওয়াজ, নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী, একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া, সহকারী প্রোগামার আফসানা রহমানসহ সাংবাদিকবৃন্দ।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী বলেন, ভূমি অধিকার সম্পর্কে জনসাধারণকে সচেতনতা বৃদ্ধি ও ভূমি ব্যবস্থাপনা গতিশীল করার লক্ষ্যে ভূমি সেবা সপ্তাহ পালন করা হচ্ছে।  

সর্বশেষ

জনপ্রিয়