২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৩ জুন, ২০২৩ - 03 June, 2023
amader protidin

পীরগাছায় গাছ চাঁপা পড়ে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

আমাদের প্রতিদিন
1 week ago
15


পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় ঝড়ে পড়া গাছ সরাতে গিয়ে চাঁপা পড়ে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার অনন্তরাম (দশগাঁ) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমান মিয়া (১৩) রাজবাড়ি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী ও দশগাঁ গ্রামের সুজন মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য জাহিদুল ইসলাম জাহিদ জানান, গতকাল সোমবার দুপুরে ঝড়ে পড়া একটি গাছের গুল দুইজন শ্রমিক ঘাড়ে করে নিয়ে যাচ্ছিলেন। এসময় রুমান মিয়া মধ্যেবর্তী স্থানে ঝুলতে থাকে। ফলে বেসামাল হয়ে ওই শ্রমিকের ঘাড় থেকে গাছের গুল রুমান মিয়ার মাথার উপর পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাঃ নাজিম উদ্দিন তাকে মৃত ঘোষনা করেন। 

এ বিষয়ে পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুম বলেন, এ ঘটনায় একটি অস্বাভাবিক মুত্যু মামলা দায়ের করা হবে। নিহতের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।  

সর্বশেষ

জনপ্রিয়