১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ২৯ মে, ২০২৩ - 29 May, 2023
amader protidin

জুনের মধ্যেই দেশের সকল আওয়ামীলীগ কার্যালয়ে স্মার্ট কর্নার-কবির বিন আনোয়ার

আমাদের প্রতিদিন
4 days ago
9


নীলফামারী প্রতিনিধি:

আগামী জুনের মধ্যে দেশের সকল দলীয় কার্যালয়ে ‘স্মার্ট কর্ণার’ স্থাপন কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার।

ইতোমধ্যে ১২টি জেলা কার্যালয়ে স্মার্ট কর্নার স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।

আজ বুধবার বিকেলে নীলফামারী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে ‘স্মার্ট কর্ণার’ উদ্বোধন শেষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেন, মুলত দলকে ডিজিটালাইজক করা, স্মার্ট করা এবং উন্নত করার লক্ষ্যে দেশের ৭৮টি দলীয় কার্যালয়কে স্মার্ট কার্যালয়ের আওতায় নেয়া হচ্ছে।

জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক বক্তব্য দেন।

জেলা আওয়ামীলীগের দফতর সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলামের স ালনায় অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌর আওয়ামীলীগের নেতা ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, জেলা কার্যালয়ের স্মার্ট কর্ণার পরিচালনার জন্য দু’জনকে দায়িত্ব দেয়া হয়েছে।

অনলাইনে কার্যক্রম উপস্থাপন, তথ্য ও গবেষণা, প্রশিক্ষণ প্রদান ছাড়াও ডাটাবেইজ তৈরি করণে এখন থেকে স্মার্ট কর্ণার কাজ করবে।

 

  

সর্বশেষ

জনপ্রিয়