৬ বৈশাখ, ১৪৩১ - ১৯ এপ্রিল, ২০২৪ - 19 April, 2024
amader protidin

রাণীশংকৈলে চাঁদাবাজির অভিযোগে ভুয়া ডিবি পুলিশ আটক

আমাদের প্রতিদিন
10 months ago
165


রাণীশংকৈল প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে  থানা পুলিশ।

বুধবার (২৪ মে) দুপুরে হোসেনগাঁও ইউনিয়নের সুন্দরপুর এলাকা থেকে তাদের  আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর জেলার ফুলবাড়ী এলাকার ইউসুফ খলিফার ছেলে মুন্না হাসান (৩৬) ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে নুর মোহাম্মদ (৩৭)।

আদিবাসী আমিন মার্ডি জানান, ডিবি পরিচয়ে তারা দুজন আমার বাড়িতে তল্লাশি  চালায়। এসময়ে তারা পরিবারের লোকজনকে অবৈধ বাংলা মদের মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন এবং মামলা না দিলে টাকা দিতে হবে বলে তারা ১৮ হাজার টাকা নেন । পরে তাদের কথাবার্তা সন্দেহ হলে থানা পুলিশকে অবগত করে স্থানীয়রা।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত দুই প্রতারক মুন্না হাসান ও নুর মোহাম্মদ নিজেদের গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে সুন্দরপুর এলাকায় আদিবাসী আমিন মার্ডিকে মাদকবিক্রেতা বলে ভয় দেখায়। পরে ওই ব্যক্তির কাছ থেকে টাকা নেন তারা। এই সময় তাদের আচরণে এলাকাবাসীর সন্দেহ হলে তারা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুয়া ডিবি পুলিশের পরিচয় দানকারী দুই যুবককে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেয়ার কথা স্বীকার করেছে।

 

সর্বশেষ

জনপ্রিয়